
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে মানববন্ধন

প্রকাশ: ১৯ মে ২০২১, ১৮:৫২

সচিবালয়ে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানবন্ধন করেছেন সাংবাদিকরা। সারাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট:
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীরা সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে।

নওগাঁ প্রেস ক্লাবের বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি রায়হানুল আলম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, যুগান্তর ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ ও নিউজ বাংলার জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ, ঢাকা পোস্ট.কম শামীনূর রহমান প্রমুখ।
শেরপুর প্রতিনিধি: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বুধবার (১৯ মে) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

শরীয়তপুর প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে মুক্তি ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তাদের বিচারের দাবিতে শরীয়তপুর প্রিন্ট ও অনলাইন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সপ্তপল্লী সমাচারের সম্পাদক আবুল হোসেন সরদার, যায়যায় দিনের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, যুগান্তর ও এসএটিভির রায়হান কবীর সোহেল, প্রথম আলোর সৎজিত ঘোষ,আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মনির হোসেন সাজিদ, ডিবিসি টিভির বিএম ইশ্রাফিল, সংলাপ ৭১ মিডিয়ার সম্পাদক এম ওয়াদুদ মিয়া, শরীয়তপুর প্রিন্ট ও অনলাইন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল মল্লিক (ভোরের পাতা), সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা(আমার সংবাদ), সহ-সভাপতি নুরুজ্জামান শেখ ( দৈনিক জনতা) প্রমুখ।
বাগেরহাট প্রতিনিধি: অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। উপজেলা প্রেসক্লাব কার্য়ালয়ের সম্মুখে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহীদুল ইসলাম, সহসভাপতি এইচ এম জসিম উদ্দিন ,সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, সহসাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম খোকন, অর্থ সম্পাদক কে এম শহীদুল ইসলাম , প্রচার ও অর্থ সম্পাদক মেজবাহ ফাহাদ প্রমুখ।

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম আলোর জৈষ্ঠ্য অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে উত্তাল ঠাকুরগাঁও শহর। মঙ্গলবার বিকালে শহর চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সচেতন সাংবাদিক ও নাগরিকের ব্যানারে ডাকা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে এমন উত্তাল মূহুর্ত দেখা গেছে।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, প্রেস ক্লাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ক্রান্তিকাল ডট কমের সম্পাদক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্টের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, কামরুল ইসলাম রুবায়েত, ফজলে ইমাম বুলবুল, সাংবাদিক নুর আফতাবুল আলম রুপম, সোহেল রানা, জেলা উদীচীর সহ সভাপতি এমএস আহমেদ রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

মাদারীপুর প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, আরটিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজী, ডিবিসি’র মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হাসানসহ অনেকেই।





মানববন্ধনে বক্তারা, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হবে। এছাড়া রোজিনাকে যারা হেনস্তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।


সর্বশেষ সংবাদ
