
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

প্রকাশ: ১৮ মে ২০২১, ১৯:১৯

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সারোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধক্ষ্য কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া, দপ্তর সম্পাদক মামুন সরকার, সোহেল তালুকদার, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার, আল আমিন শোভন, কোরবান আলী তালুকদার, ফরমান সেখ, মোঃ আব্দুর রহিম মিয়া, মোঃ আলমগীর হোসেন, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, মোঃ নাসির উদ্দিন, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত। সাংবাদিক রোজিনার উপর দেওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

#ইনিউজ৭১/জিয়া/২০২১


