https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ১৯:১৯

শেয়ার করুনঃ
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সারোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধক্ষ্য কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া, দপ্তর সম্পাদক মামুন সরকার, সোহেল তালুকদার, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার, আল আমিন শোভন, কোরবান আলী তালুকদার, ফরমান সেখ, মোঃ আব্দুর রহিম মিয়া, মোঃ আলমগীর হোসেন, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, মোঃ নাসির উদ্দিন, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত। সাংবাদিক রোজিনার উপর দেওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

#ইনিউজ৭১/জিয়া/২০২১

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে দ্রুতগতির সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

ঝালকাঠিতে দ্রুতগতির সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

ঝালকাঠির সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে প্রাণ গেল মুদি দোকানীর

পাওনা টাকা চাইতে গিয়ে ঝিনাইদহে প্রাণ গেল মুদি দোকানীর

ঝিনাইদহের সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের তেনু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, বাথপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আসাদুল ও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশাল সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  মঙ্গলবার দুপুরে নগরীর কাকলীর মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রথমে সেখানে একত্রিত হয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং

খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের চন্দ্রকার্বারী পাড়ায় পুলিশের একটি সফল অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি। মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে গঠিত একটি দল।  অভিযানের পূর্বে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ওই এলাকার জনৈক জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত একটি মাটির ঘরে কিছু সন্ত্রাসী অবস্থান করছে। তথ্য

 গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় পারিবারিক দ্বন্দ্বের রক্তক্ষয়ী পরিণতিতে এক মায়ের প্রাণ ঝরে গেছে নিজেরই ছেলের হাতে। গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের শিকার হন ৫০ বছর বয়সী মঞ্জিলা বেগম, যাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তার বড়