
হিলিতে শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক

প্রকাশ: ৫ মে ২০২১, ১৫:৪৮

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১০ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ।
বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় থানার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম উপজেলার দক্ষিন বাসুদেবপুর (জিলাপীপট্রি) এলাকার আনসার আলীর ছেলে বলে জানায় পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ জানান, গত ২১ এপ্রিল শিশুটির বাবা থানায় অভিযোগ করেন, ওই দিন তাদের স্বামী- স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগে তার ১০ বছর বয়সের শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে প্রতিবেশী রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষন করেছে।
পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) সংক্রান্তে ধারা-৯ (১)/৩০ এ মোতাবেক মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামী পালাতক ছিলো। পুলিশের পক্ষ থেকে আসামীকে আটকের অভিযান অব্যহত ছিলো।

তিনি আরও জানান, আজ বুধবার (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ধর্ষক বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই বেলাল ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে অদ্য দিনাজপুর বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১



সর্বশেষ সংবাদ
