প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ২২:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার এক মাসপর এবার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের আদেশে ওসি শাখায়াতকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন,' বদলি প্রচলিত প্রক্রিয়া। তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। তিনি আরও ভাল জায়গায় গিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,' তার এই বদলির সাথে হেফাজতে ইসলামের তাণ্ডবের কোন বিষয় সংশ্লিষ্টতা নেই।