মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটর দিয়ে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে সৈয়দ হায়দার হোসেন-(৫৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার উপজেলার ডাসার এলাকার বেতবাড়ি গ্রামের সৈয়দ খালেকের ছেলে।
নিহতের পরিবার, স্বজন ও এলাকা সুত্রে জানাগেছে, সৈয়দ হায়দার হোসেন একা তার নিজ বাড়ীর পুকুরে মোটর বসিয়ে পানি সেচ দিতে যায়। এ সময় হঠাৎ মোটরের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা পুকুরের পাশে সৈয়দ হায়দার হোসেনের লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন।
নিহতের ভাতিজা সৈয়দ রাকিবুজ্জামান বলেন, পুকুরসেচকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চাচা হায়দারের লাশ পুকুরের পাশে পড়ে থাকে।পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করেন।
#ইনিউজ৭১/তুষার/২০২১