প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ২০:১৯
বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবে বিএমপি পুলিশ - কমিশনার শাহাবুদ্দিন খান
নিজস্ব
বরিশাল মেট্রোপলিটন পুলিশ উদ্যোগে করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্স- এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
তিনি বলেন, আমরা করোনার সর্বগ্রাসী রুপে একটি অস্বাভাবিক, কঠিন সময় অতিক্রম করছি যেখানে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। অনেকেই মৃত্যুবরণ করছে এবং মৃত্যুর প্রহর গুনছে, মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের জিরো টলারেন্স ছাড়া আর কোন উপায় নেই। সরকারের পক্ষ থেকে যে ১৮ দফা নীতিমালা রয়েছে তা অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
পুলিশ কমিশনার বলেন, কারো মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা না থাকলে সচেতন নাগরিক হিসেবে তাদেরকে বোঝাবেন আমরা যেমন আপনাদের সচেতন করছি বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত বোঝাতে চেষ্টা করছি। এরপরেও যারা মানবেন না তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অধিকাংশ মানুষ মাস্ক পরিধান করলেও নগরীর অলিগলিতে অবস্থানরত সাধারণ মানুষ এখনও যথেষ্ট সচেতন নয়, আবার কেউ কেউ নিয়ম অনুযায়ী মাস্ক পরিধান করতে পারছেন না। যেখানেই যান না কেন, অহেতুক মাস্ক গলায় না ঝুলিয়ে, সঠিকভাবে মাস্ক পরিধান করে আশি ভাগ সুরক্ষিত থাকুন।
বিএমপি কমিশনার বলেন, করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জরুরি প্রয়োজনে অনেকেই অক্সিজেন সেবা পেতে সক্ষম হন না, আবার পেলেও ব্যবহারবিধি সঠিকভাবে জানেননা। সুতরাং প্রাথমিক ইমারজেন্সীকালে খবর পাওয়ার সাথেসাথে আমাদের প্রশিক্ষিত পুলিশ সদস্যদের মাধ্যমে আমাদের ব্যবস্থাপনায় যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে তা নিয়ে দ্রুততার সঙ্গে দোরগোড়ায় পৌঁছে যাবো এবং আন্তরিকতার সাথে অক্সিজেন সেবা দেবো। এর মাধ্যমে প্রাথমিক জীবন অনেকটাই সুরক্ষিত রেখে পরবর্তীতে হসপিটালের সাপোর্ট নিয়ে বাকি চিকিৎসা সেবা চলবে।
নগরবাসীর উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা আপনাদের সাহায্য চাই, গণমাধ্যমের সাহায্য চাই, যেন প্রকৃতপক্ষে চিকিৎসা সেবাপ্রত্যাশীদের কাছে এই মেসেজ পৌঁছে যায়। আমাদের ওয়েব সাইট, ফেসবুক পেজ ইনবক্স, ফেসবুক গ্রুপ সহ সেবা কেন্দ্রের নম্বর হটলাইন নম্বরে সহায়তা চাইতে পারেন।
💠 ওয়েব সাইটঃ https://bmp.police.gov.bd
💠 ফেসবুক পেজঃ
https://www.facebook.com/BarishalmetropolitanpoliceBMP/
💠 ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/nirapodbarishal/?ref=share
💠ইন্সটাগ্রামঃ https://instagram.com/barishalmetropolitanpolicebmp...
💠টুইটারঃ https://twitter.com/BMPBarishal?s=08
💠 হটলাইনঃ
📲 01320064102
📲 01320066998
পুলিশ কমিশনার আরো বলেন, লকডাউন চলছে, গণ পরিবহন বন্ধ রয়েছে, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে কেউ বের হবেন না। জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করে অনেক প্রতিষ্ঠান চালু রয়েছে, জীবন-জীবিকার সমন্বয় সাধনের চেষ্টা রয়েছে। সে হিসেবে প্রতিটি নাগরিকের নাগরীক দায়িত্ববোধ থেকে নিজেকে সুরক্ষিত রেখে অপরের সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে অপরকেও উৎসাহিত করতে পারলে তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন সুরক্ষিত ও অর্থনীতি সুরক্ষিত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর-দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,
উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ তানভীর আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ আকরামুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।