প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১৭:২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাণিয়াপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আগুন ধরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
