নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ব্রিজ নির্মাণের আগে সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় সেখানে ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। প্রকল্পটি তদারক করছে হাতিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে ঠিকাদারের শ্রমিকরা ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর সয়েল টেস্ট সম্পন্ন করেন। কাজ শেষ করে তারা এলাকা ত্যাগ করার পর পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ করে মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কৌতূহলবশত কয়েকজন আগুন ধরালে গ্যাসে আগুন জ্বলে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। এটি আসলেই প্রাকৃতিক গ্যাস কি না, তা পরীক্ষা করা জরুরি। কারণ এমন ঘটনা আগে কখনো দেখিনি।
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক জানান, গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে এবং বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে অবহিত করা হবে।