প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৭:৩৫
ক্ষেতের ধান খাওয়ায় ঝালকাঠিতে ৩৩টি বাবুই পাখির বাচ্চা নির্মম ও নির্দয়ভাবে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন। এতে গাছে থাকা বাবুই পাখির ৩৩টি ছানা পুড়ে মারা যায়।
স্থানীয় জুলহাস মল্লিক বলেন, 'নিষ্ঠুর এই কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগছে। বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে।'এলাকার পাখিপ্রেমী অভিজিৎ বলেন, শনিবার ঝালকাঠি বন বিভাগকে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করা
হয়েছে। অভিযুক্ত জালাল সিকদার বলেন, 'আমার ক্ষেতের ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এজন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।' নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, 'বিষয়টি জানার পর থানার ওসিকে বলেছি ব্যবস্থা নিতে। ওই ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।'