
জাজিরায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ৯:৪৭

শরীয়তপুরের জাজিরায় কৃষকদের মাঝে আউশ প্রণােদনা কর্মসূচির আওতায় খরিপ -১ / ২০২১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পৌরসভার কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
বৃষ্টি নির্ভর পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বান্ধব সরকারের গৃহীত পদক্ষেপে জাজিরা উপজেলায় ১৩৯০ জন কৃষক বিনা মূল্যে পাচ্চেন এই বীজ ও রাসায়নিক সার।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মােহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মােঃ ইদ্রিস মাদবর ,

জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হােসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রানী বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল কুদ্দুস শিকদার, উপ-সহকারী কৃষি অফিসার এম সাইফুল হক, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রতিজন কৃষক বিনামূল্যে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

