প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:২২
মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি নদীরপারের লডেরপাড় এলাকায় রাতের আধারে সংঘটিত হামলার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার দুপুরে এলাকাবাসী, বিশেষ করে নারী-পুরুষ ঘর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অবসান চেয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বিপ্লব মাতুব্বর ও মুন্না মাতুব্বর দীর্ঘদিন ধরে ঝিকরহাটি এবং মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা হত্যা, চাঁদাবাজি ও দখলদারিসহ একাধিক মামলার আসামি। সম্প্রতি তাদের লোকজন নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ভুক্তভোগী রেখা বেগম জানান, তার স্বামী বিদেশে থাকায় একাই সন্তান নিয়ে বাস করলেও প্রায় সময়ই তাদের বাড়িতে হামলা চালানো হয়। তিনি বলেন, “আমরা তাদের ভয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না এবং বিচার চাই।” অন্য একজন ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করেন, বিপ্লব ও মুন্না নামধারী সন্ত্রাসীরা হত্যার মামলার আসামি হয়েও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং নিয়মিত অত্যাচার চালায়।
স্থানীয়রা আরও জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পার পেয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন ঘটনার বিষয়ে জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে তৎপর।
বিক্ষোভ মিছিল চলাকালে স্থানীয়রা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা হবে।
স্থানীয়রা সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন এবং পুলিশি উপস্থিতি বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন। ঝিকরহাটি এলাকায় উত্তেজনা এখনো বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে।