https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ফরিদপুরের সালথা রণক্ষেত্রে ঘটনায়, পুলিশসহ আহত ৩০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১১:৫০

শেয়ার করুনঃ
ফরিদপুরের সালথা রণক্ষেত্রে ঘটনায়, পুলিশসহ আহত ৩০

লকডাউনের মধ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে বাকবিতণ্ডা থেকে সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সালথা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় থানা, উপজেলা পরিষদ এবং এসিল্যান্ডের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বলছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয়দের ‘ভুল বোঝাবুঝি’ থেকে এ ঘটনা ঘটেছে।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেন, লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে জনতার সঙ্গে কর্মকর্তাদের ভুল বোঝাবুঝি হয়। এতে উভয় পক্ষ তর্কে-বিতর্কে জড়িয়ে পড়েন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এক পর্যায়ে উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে উপজেলা পরিষদ, থানা ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনসহ বিভিন্ন অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, এসিল্যান্ড মারুফা সুলতানা হিরামনির কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার ফুকরা বাজারে যায়। সেখানে পুলিশের ওপরে হামলা হলে এসআই মিজানুর রহমান মাথায় আঘাত পান। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সালথার সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা হিরামনি বলেন, সরকার নির্দেশিত আদেশে রুটিন ওয়ার্কে বিভিন্ন বাজারে গিয়েছিলাম। ফুকরা বাজারে সন্ধ্যার আগে যাওয়া হয়। বাজারে চায়ের দোকানে লোকজনের জটলা দেখে তাদের সরে যেতে বলা হলেও তারা কর্ণপাত করেনি। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার পরে বিক্ষোভকারীরা আমার অফিস, গাড়ি ও ইউএনও স্যারের অফিস ভবন ও তার গাড়ি পুড়িয়ে দেন।

নগরকান্দা ও সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিউর রহমান বলেন, হামলাকারীরা কোনো সাধারণ জনতা ছিল না, এদের পেছনে দুষ্টচক্রের ইন্ধন ছিল। যে কারণে সরকারি গাড়ি, অফিস-আদালতে হামলা চালানো হয়েছে।এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে ৩০ জন। আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেলে ভতি করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুজন মিয়ার জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ। দাউদপুর আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করার পর দাউদপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও বিএসসি সম্পন্ন করেন তিনি। বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত এই মেধাবী ছাত্রনেতা রাজনীতির পাশাপাশি সংসারের দায়িত্বও সামলাচ্ছেন।   সুজনের বাবা মোঃ আবুল হোসেন ও মা মোছাঃ শাহানা

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৫৬ বছর বয়সী দিলারা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় তার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলারা বেগম ছিলেন মৃত আবুল হোসেনের স্ত্রী এবং প্রায় ৬-৭ বছর আগে পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে

খাগড়াছড়িতে শহীদ মজিদের পরিবারকে সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

খাগড়াছড়িতে শহীদ মজিদের পরিবারকে সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

খাগড়াছড়ির রামগড় উপজেলার রসুলপুরে শহীদ মজিদ হোসেনের পরিবারের মাঝে সরকারের দেওয়া দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করা হয়।   শহীদ মজিদ হোসেনের মা ও ভাইয়ের হাতে সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র এবং ইফাদ গ্রুপের সৌজন্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা এস এম আপেল মাহমুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড। এ ঘটনার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।   অভিযুক্ত আপেল মাহমুদ জামালপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন এবং নিজেকে সিনিয়র যুগ্ম

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ খেল প্রেমিক

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ খেল প্রেমিক

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষপান করেছেন প্রেমিক শাহ আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মনিরার শাশুড়ি বিষয়টি টের পেয়ে ছেলেকে জানালেও