প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৪৭
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইচ্ছানুযায়ী একবেলা পেট ভরে খাবার পেয়েছে প্রায় শতাধিক এতিম শিশু। এছাড়া তাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।বুধবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকার করিম সুপার মার্কেটে এ আয়োজন করে শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক লায়ন মোহাম্মদ ইমাম।
এসময় এতিম শিশু মাসুদ বলে, আমরা সব সময় মেসের খাবার খাই। এসব খাবার প্রতিদিন রুটিন অনুযায়ী খেতে দেয়। এর বাইরে আজ আমরা যা খেয়েছি আমাদের ইচ্ছায় যা খেতে চেয়েছি তাই পেয়েছি। অনেক দিন পর পেট ভরে খেলাম।অপর এতিম শিশু শামীম বলেন, আমরা সবাই এক সাথে পেট ভরে খেলাম। অনেক ভাল খেয়েছি। বঙ্গবন্ধুর জন্মদিনে এরকম খেতে পারবো ভাবি নি।
এব্যাপারে আয়োজক লায়ন মোহাম্মদ ইমাম বলেন, আমি বরাবরই একটু ভিন্ন আয়োজন করতে পছন্দ করি। বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছোট্ট এই আয়োজন করেছি। এর আগেও এতিম শিশু, পথশিশুদের খাওয়া দাওয়াসহ প্রতি ঈদে নতুন পোশাক বিতরণ করি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এ আয়োজন করেছি।
এর আগে ১০১ জন এতিম শিশু ২ বার করে কোরআন খতম করে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন ১০১ জন শিশু। পরে তাদের হাতে ১ টি করে গোলাপ ফুল দেওয়া হয়। এতিম শিশুরা খুব উপভোগ করে।এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগাঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি (সাভার) জাহিদ হাসান শাকিলসহ এতিমখানার শিক্ষকগণ।