প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১০:৫৯
কনটেন্ট তৈরীর মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায় সিআইডির সাইবার পুলিশের জালে আটক কন্টেন্ট নির্মাতা, প্রযোজক, অভিনেতাসহ চক্রের ৫ জন সদস্য সাম্প্রতি লক্ষ করা যায় বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে আপলোড করছে একশ্রেণীর অসাধু চক্র। এই ধরনের অশ্লীল ভিডিও আসক্ত হচ্ছে দেশের যুবসমাজ।
তারা এই সকল অশ্লীল ভিডিওতে আসক্ত হয়ে সামাজিক অপরাধ সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে নৈতিক অবক্ষয়, নারী নির্যাতন পারিবারিক বিচ্ছেদের ঘটনা। ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে অশ্লীল ভিডিও প্রচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে এ চক্রটি।
বিষয়টি সাইবার পুলিশ সেন্টারের নজরে আসলে এ ধরনের অশ্লীল ভিডিও কনটেন্ট তৈরির সাথে জড়িত কনটেন্ট নির্মাতা, প্রযোজক, অভিনেতাসহ চক্রের সদস্যদের শনাক্ত কাজ শুরু সিআইডি পুলিশ। সাইবার ইনভেস্টিগেশন টিমের অনুসন্ধানে অশ্লীল ভিডিও কনটেন্ট তৈরীর সাথে জড়িত এক রকম ১৫/১৬ টি চক্রের সন্ধান পাওয়া যায়।
এরকম কয়েকটি চক্রের মধ্যে KMH TV,Comet Media, SK Agan উল্লেখযোগ্য। ডিজিটাল প্লাটফর্মে অশ্লীল ভিডিও কনটেন্ট তৈরি সাথে জড়িতদের বিরুদ্ধে, অদ্য ১৬/৩/২০২১ খ্রি, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন "Comet Media " এর পরিচালক, কনটেন্ট ক্রিয়েটার ও প্রযোজক মোঃ মনির হোসেন রাজু, "KMH TV"এর পরিচালক, কনটেন্ট ক্রিয়েটার,
প্রযোজক ও অভিনেতা কাজী মনির হোসেন, "KMH TV"এর ক্যামেরাম্যান রফিকুল ইসলাম, ইউটিউব চ্যানেল "SK Agun "এর পরিচালনাকারী ও অভিনেতা এস কে আগুন ও বিভিন্ন অশ্লীল ভিডিও অভিনেতা ও পরিচালক আসিফ, আরাফাত সহ মোট ৫ জন আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অভিনয়ের কথা বলে আগ্রহী অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে এ ধরনের অশ্লীল ভিডিও তৈরীর কাজ করে থাকে।
পরবর্তীতে তৈরিকৃত ভিডিওগুলো বিভিন্ন চটকদার শিরোনামে ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে প্রচার করে। পাচারকৃত ভিডিও বিভিন্ন চেনাল ও ডিজিটাল প্লাটফর্মে সাবস্ক্রাইব ও বৃদ্ধির মাধ্যমে নিয়মিত অর্থ উপার্জন করে আসতেছে চক্রটির। আটককৃতদের কাছ থেকে এই সকল অশ্লীল ভিডিও তৈরিতে ব্যবহৃত ক্যামেরা,
হার্ডড্রাইভ, পেনড্রাইভ ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এই সকল অশ্লীল ভিডিও তৈরীর সাথে জড়িত অন্যান্য যে সকল অভিনেতা-অভিনেত্রী সহ যারা এই পরিচালনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসবে সিআইডির সাইবার পুলিশ।