প্রকাশ: ৪ মার্চ ২০২১, ২১:১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর নানা অনিয়ম, দুর্নীতি ও মিথ্যাচারের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।
দাহ শেষে বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া উপাচার্যের শাস্তি দাবি করে বলেন, 'তার দুর্নীতির তদন্ত করায় শিক্ষামন্ত্রীসহ ইউজিসির বিরুদ্ধে ঢাকায় বসে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে তিনি অনিয়ম করে- উল্টো সরকারের বিভিন্ন মহলের বিরুদ্ধে বিষাদগার করছেন। আমরা চাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করা হোক।'
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, 'বর্তমান উপাচার্য দিনের পর দিন ঢাকায় থেকে লিয়াজো অফিসের নামে অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন; এর প্রতিবাদ করলেই হামলা মামলা দিয়ে যাচ্ছেন৷ আজ তিনি সরকার মহলের দিকে আঙুল তুলেছেন।'
পোমেল বলেন, 'আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবি জানাচ্ছি। তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে, নইলে কঠোর আন্দোলন ঘোষণা দেয়া হবে।'
বিক্ষোভ মিছিলে উপাচার্যকে কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দেয়া হয়।