প্রকাশ: ৪ মার্চ ২০২১, ২০:০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁ জেলা কারাগারে বন্দীদের সংশোধন ও পূর্ণবাসনের জন্য সাজার মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত ৩জন বন্দীকে সেলাই মেশিন, ভ্যানগাড়ী ও কারাগারে আটক বন্দীদের বিনোদনের জন্য একটি টেলিভিশন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবার উদ্যোগে জেলা কারাগারের মুল ফটকের সামনে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ এসব বিতরন করেন।
এ উপস্থিত ছিলেন, জেল সুপার ফারুক আহমেদ, নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদসহ বে-সরকারী কারা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
জেল সুপার ফারুক আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা, “কারাগার শাস্তির কেন্দ্র নয়, কারাগার হবে সংশোধনাগার”। সেই লক্ষে জেলা সমাজসেবা অফিসের সহায়তায় আজকে সাজার মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত ৩জন বন্দীকে সেলাই মেশিন, ভ্যানগাড়ী ও কারাগারে আটক বন্দীদের বিনোদনের জন্য টেলিভিশন দেওয়া হয়েছে।
নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, জেলা সমাজসেবা অফিসের মাধ্যমে আজকে কারাগারে বন্দীদের সংশোধন ও পূর্ণবাসনের জন্য সাজার মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত ৩জন বন্দীকে সেলাই মেশিন, ভ্যানগাড়ী ও কারাগারে আটক বন্দীদের বিনোদনের জন্য একটি টেলিভিশন দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেন রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য এমন সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় সাজার মেয়াদ শেষে একজন মহিলাকে একটি সেলাই মেশিন, দুই জন পুরুষকে ২টি ভ্যানগাড়ী এবং কারাগারে বন্দীদের বিনোদনের জন্য ৩টি এলইডি টেলিভিশন বিতরন করা হয়।