প্রকাশ: ২ মার্চ ২০২১, ১৪:৫৭
ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করা হয়ের্ছে সারা দেশের সাথে এক যোগে দিবসটি উদ্বোধন করা হয়। ০২মার্চ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উপজেলা পরিষদ মাঠে ভোটার দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ-লীগ সভাপতি এ্যড. এম মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাশিদুল ইসলাম, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজোলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বি আর ডিবি অফিসার মঞ্জার এলাহী,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, সহকারি শিক্ষা আফিসার অশোক রায়, সহ কারি প্রোগ্রাম আফিসার চন্দনরায়,সরকারি ইন্দুরকানী কলেজ প্রফেসার জাকারিয়া হোসেন, প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, মাওঃ আামির হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ও সুশিল সমাজের নেতৃবিন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের স্বর্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার খান রোকনুজ্জামান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইলেক্ট্রিক ভোটিং মেশিন সর্ম্পেকে বিভিন্ন তথ্যচিত্র ভিডিওর মাধ্যমে সকলকে দেখানো হয়।