প্রকাশ: ১ মার্চ ২০২১, ১৭:৩৬
আশাশুনিতে “শপথ নিলাম মুজিববর্ষে, আমরা থাকব সবার শীর্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি সোনালী ব্যাংক এর গ্রাহক সেবার মাস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সোনালী ব্যাংক আশাশুনি শাখা কার্যালয়ে ১লা মার্চ থেকে ৩১ মার্চ গ্রাহক সেবার মাস উদ্বোধন করেন আশাশুনি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শাহিন সুলতানা।
ব্যাংকের ম্যানেজার তাপস দেবনাথের সভাপতিত্বে ও অফিসার মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যাকের সিনিয়র অফিসার সোনা বাবু,অফিসার মোকলেছুর রহমান, গ্রাহকদের ভেতর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,আব্দুল করিম,ইয়াহিয়া সানা প্রমূখ।