প্রকাশ: ১ মার্চ ২০২১, ১২:২৮
রাজধানীর মিরপুর রূপনগর বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী রিন্তা (১২) নামে এক শিশু ও তার নানী সালমা বেগম নিহত হয়েছেন। আহত হয়েছে একই পরিবারের দুই জন।সোমবার (১ মার্চ) ভোর ৬টার দিকে রূপনগর বেড়িবাঁধ পাম্প হাউজ সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান হোসেন বাংলানিউজকে জানান, তারা আদাবর বালুরমাঠ এলাকায় থাকেন। ভোরে একটি সিএনজি অটোরিকশায় করে আশুলিয়া যাচ্ছিলের তারা। পরে বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশায় থাকা রিন্তা নিহত হয়। পরে ঢাকা মেডিক্যেলে চিকিৎসাধীন অবস্থায় তার নানী সালমার মৃত্যু হয়। এসময় আহত হন তার বোন রিতা ও অটোরিকশার চালক খালেক। তারা চার জনই একই পরিবারের।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত রিতা ও খালেককে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে।