প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সাভারের আশুলিয়ায় অনুমোদন ছাড়া অবৈধভাবে ব্যবসায় পরিচালনার দায়ে ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২২ লাখ টাকা জরিমানাসহ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, আশুলিয়ায় বেশ কিছু ইটভাটা মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া, অনুমোদনহীন ও অবৈধভাবে ব্যবসায় পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্ত্বিতে আজ অভিযান চালানো জয়।
এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬টি ইটভাটাকে আর্থিক জরিমানাসহ ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।