প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২০
বরিশালে হাত-পা বাধা অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে চরমোনাই ব্রীজের উত্তর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধারকৃত লাশটির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই কর্মকর্তারা।
কোতয়ালী মডেল থানা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক থানা পুলিশ ও পিবিআই কর্মকতারা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি শেবাচিমের মর্গে প্রেরণ করছেন।
তবে এখনও লাশটির পরিচয় জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, লাশের ছবিসহ সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।