প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৪
অনার্স চতুর্থ বর্ষের মৌখিক , ব্যবহারিক সহ মাস্টার্সের চলমান সকল পপরীক্ষা গ্রহণের দাবিতে বরিশালে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা।
এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, মহামারী করোনার কারণে আমাদের শিক্ষা জীবন থেকে একটি বছর চলে গেছে।
এখন পরীক্ষা সম্পন্ন না হলে চাকুরির ক্ষেত্রে বয়সসীমা তাদের জন্য সমস্যার সৃস্টি করবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বিষয়টি বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েন প্রতি আহবান জানান।