প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫১
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাদশা শেখের ছেলে রকিব শেখ(১৯) নামে একজনকে দেশি অস্ত্র দ্বারা কুপিয়ে আহত আহত করেছে মামুন খান ও তার পরিবারের লোকজন।
গতকাল সোমবার বিকাল তিনটার সময় রকিব মামুন খানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মামুন খান দা নিয়ে এসে রকিবকে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।
এ ব্যাপারে রকিব জানায়, আমি মামুন খানের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম এমন অবস্থা মামুন খান একটি দা নিয়ে এসে আমার মাথায় আঘাত করে এবং তার মা বোন এসে আমাকে মারধর করে। আমি বুঝতে পারিনি যে তারা আমাকে এভাবে আক্রমণ করবে তাদের সাথে আমাদের পূর্বের ঝামেলা ছিল।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজ বলেন আমি এই বিষয়টা শুনছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।