প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৯
কক্সবাজারের উখিয়া উপজেলায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।এসময় তিনি বলেন, উখিয়ার শিক্ষা প্রসারে মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা অগ্রণী ভূমিকা রাখবে।
নুরুল ইসলাম চৌধুরী যেমন উখিয়ার শিক্ষার প্রসারে কাজ করে গেছেন তার সন্তানরাও উখিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যা উখিয়ার জন্য ইতিবাচক ও কল্যাণকর।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্টপোষক উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান
সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম।এতে বক্তব্য রাখেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর,জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, অধ্যাপক মিলন বড়ুয়া,শিক্ষাবিদ কন্ট্রাকটর ফরিদুল আলম,
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, মাস্টার কামাল উদ্দিন, মাস্টার নাছির,মাস্টার আশিষ বড়ুয়া, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন প্রমুখ।সঞ্চালনা করবন মাস্টার মেধু কুমার বড়ুয়া
এসময় উত্তীর্ণ উখিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ তুলে দেন অতিথিবৃন্দ।উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে, যার মাধ্যমে গত ১৬ বছরে উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী পেয়েছে মেধাবৃত্তি।