প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৮
লালমনিরহাট সদর পৌরসভায় স্বতস্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন ও পাটগ্রামে পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম সুইট বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
ওই দুই পৌরসভায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।পাটগ্রামে বিএনপি প্রার্থী সালেউজ্জামান ওপেলকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম সুইট ও সদর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জল হোসেনকে হারিয়ে স্বতস্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন নিবাচিত হয়েছেন।
লালমনিরহাট সদর পৌরসভায় ১৮ টি কেন্দ্র ও পাটগ্রাম পৌর সভায় ৯টি কেন্দ্র ভোট গ্রহণ করা হয়।তবে বিএনপির প্রার্থীদের অভিযোগ ভোট ডাকাতির মাধ্যমে প্রশাসনের লোকজন আওয়ামী লীগের প্রার্থীর জিতে দিয়েছেন।