প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৫
আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছেন।রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ।
এরআগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযুক্তরা হলো- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।
ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানান, ভুক্তভোগী কিশোরী কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফেরার পথে পরিচিত দুই পুরুষ সহকর্মীর সাথে কথা বলছিল।
এসময় অভিযুক্ত ৪ জন দুই পুরুষ সহকর্মীকে মারধর তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে সাইফুল ইসলাম বাবুর বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণকারীদের হুমকিতে ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয় নিয়ে চুপচাপ থাকে। পরে আজ বিকেলে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় ৪ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্য পরক্ষার জন্য কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হবে। ভক্সপপ: মারধরের শিকার, পুরুষ সহকর্মী সট: মো. জিয়াউল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), আশুলিয়া থানা।