প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া কলেজের সাবেক ভিপি,ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে'র বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিমে'র স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিন টায় সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আইরল বাজার প্রাঙ্গণ মাঠে সরাইল- আশুগঞ্জ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা'র সভাপতিত্বে,স্মরণ সভায় বক্তারা বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিমে'র সংগ্রামী আদর্শ আমাদের প্রেরণার উৎস।
এলাকার সন্তান আব্দুল হালিম ছিলেন রণাঙ্গনের বীর সন্তান,সংগ্রাম, ত্যাগ ও লড়াইয়ের মাধ্যমেই তাঁর রাজনীতির শুরু ও শেষ। মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়াই করেছেন মাঠে-ময়দানে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর। তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।
উপজেলা নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ হামিদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সাবেক উপজেলা চেয়ারম্যানও উপজেলা বি এন পি'র সভাপতি এড. আব্দুর রহমানবীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাদেক মিয়া,
উপজেলা আওয়ামীলীগ কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এড. কামরুজ্জান আনছারি,এড. সৈয়দ তানভীর হোসেন কাউছার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এড. এমদাদুল হক,সাংবাদিক মোঃজালাল মিয়া,মরহুমের সন্তান এড. হুমায়ুন কবির, জাতীয় পার্টির নেতা এড. ভাসানী,নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী,আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী,
মোঃ ইকবাল হোসেন, পানিশ্বর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মোঃ ফরিদ উদ্দিন মৃধা,যুবলীগ নেতা মোঃ বিলাল, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আফিজুর রহমান সিজার,মোঃ মোফিজুর রহমান রনি প্রমুখ।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকার বিভিন্নস্থরের নেতৃবৃন্দসহ সাধারন গ্রামবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ২০২১ সালের ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নাগরিক শোকসভায় কুরআন তালাওয়াত করেন, হাফেজ মাওলানা মুক্তার হোসেন,