প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের মতো।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
দুর্ঘটনায় হতাহতদের নামপরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।