প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২১
কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম ভ্যাকসিন গ্রহনকারী হিসাবে সরাইল উপজেলা পরিষদে'র মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগমে'র শরীরে টিকা দেওয়ার মধ্য দিয়ে সরাইল উপজেলায় শুরু হলো ভাকসিন প্রদান কার্যক্রম অনুষ্ঠানের শুভ উদ্বোধন।
রোববার (৭ফেব্রুয়ারী) সকালে সাড়ে এগারোটা উপজেলা কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটি আয়োজনে উপজেলা জুড়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,
অনুষ্ঠানের প্রধান অতিথি (ব্রাহ্মণবাড়িয়া-৩১২) সংরক্ষিত আসনের সাংসদ ও সরাইল উপজেলা আওয়ামীলীগে'র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র হল রোমে ডা, আনাস ইবনে মালেকে'র সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা, মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রাশেদ মিয়া,সরাইল থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ কবির আহমেদ প্রমুখ।
এসময় ভ্যাকসিন গ্রহনকারীগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদে'র মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন,আলহামদুলিল্লাহ ভালো আছি।
ইনজেকশন দেয়ার সময় পিঁপড়ার কামড়ের মত মনে হলো। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন আমাদের দেশে আনার জন্য।দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে উপজেলাবাসীকে অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য,সরাইলে ৬-শতটি ভায়াল স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ষ্টোরে সংরক্ষিত করা হয়েছে। প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া যাবে। উপজেলার ৬ হাজার মানুষ'কে এ ভ্যাকসিন রেজিঃ মাধ্যমে দেওয়া হবে বলে জানাযায়।