প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪২
রাজধানীর মোহাম্মদপুরের নবদয় হাউজিং কাঁচাবাজার এলাকার পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আগুন নেভাতে আমাদের চারটি ইউনিট কাজ করছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।