প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫২
কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিস সহকারি ও কম্পিউটার অপারেটর সহ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফর্ম পুরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।জানাগেছে ভ্যাকসিন গ্রহণের জন্য “সুরক্ষা" নামের একটি ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, পেশা, ভ্যাকসিন গ্রহনের স্থান ইত্যাদি উল্লেখ করে নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ভূরুঙ্গামারী আইসিটি সহকারী প্রোগ্রামার রুবেল সরকার।