প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫
জয়ীতা আন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মো. হেমায়েত উদ্দিনের ৮ম শ্রেণিতে পড়–য়া গৃহবধু মোসাম্মৎ ফাতেমা বেগম তার ৬ সন্তানের মধ্যে বড় ছেলে মোঃ আবুল হাসান মৃধা বুয়েট ইঞ্জিনিয়ার, কনসুলার, বাংলাদেশ এ্যামবাসি,রাশিয়া, মোঃ নাজমুল হুদা মিঠু সহকারী ব্যবস্থাপক বিবিএস ক্যাবল,
খালেদা নাসরিন সিনিয়র সহকারী সচিব, অর্থ মন্ত্রণালয়, মো. বদরুল ইসলাম বাংলাদেশ কৃষিব্যাংক কর্মকর্তা, মোঃ ফকরুল ইসলাম মৃধা ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার (সহকারী পরিচালক স্বাস্থ্য) এবং সাজেদা আক্তার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (স্বাস্থ্য) এই ছয় সন্তানকে সু-শিক্ষিত করায় সফল জননী হিসেবে বরিশাল বিভাগীয় জয়ীতা মনোনিত হয়েছেন।
আগামী ৪ ফেব্রুয়ারী বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় পর্যায শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হবে। বিষয়টি শ্রেষ্ঠ জয়িতা ফাতেমা বেগমের পুত্র মোঃ বদরুল ইসলাম জানান মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশাল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাদের জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এম.পি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার।