প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১২
ইন্দুরকানীতে কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বীতরণ, (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লকে ইন্দুরকানী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত বর্ণাঢ্য মাঠ দিব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিতপ্তেরের উপ-পরিচালক চিন্ময় রায়,
ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি এ্যড এম মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, রুহুল আমিন বাঘা, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, বালিপাড়া ইউপিসদস্য ও ইউনিয়ন আলীগ সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,
ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপসহ কারি কৃষি অফিসার জাহীদুল ইসলাম,রেজাউল করিম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষ অফিসার মহসিন উদ্দিন প্রমুখ। মাঠদিবসের স্বার্বিক ত্বত্তাবধানে ছিলেন উপসহকারি কৃষি অফিসার ইব্রাহীম সর্দার।
খেসারী বারি ৩ ফষলের উপরে ঢেপসাবুনিয়া এসএমই কৃষক গ্রুপের সাথে বারি খেসারী ৩ এর উপরে আলোচনা করা হয়। এবং কৃষকদের নানা রকম সুবিধা, অসুবিধার কথা শোনা হয় কৃষি কর্মকর্তা কৃষকদের ফসলের উপর নানরকম সহযোগীতার আস্বাসদেন। কৃষকদের আবাবাদ কৃত ফসলের মাঠ পরিদর্শন করেন জেলঅ কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদয়।