প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৪
সাপাহার সড়কের পত্নীতলায় উপজেলার সন্তোষপাড়া মোড়ের কাছে একটি যাত্রীবাহী অটোরিক্সা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের হেলপার রিপন শুটকু(৩০) নিহত ও অটোরিক্সার যাত্রী এক নারীসহ ৪ যাত্রী আহত হয়েছেন।
সোমবার বেলা পৌনে ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় হতাহতদের উদ্ধার করে। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত রিপন শুটকু পত্নীতলা উপজেলার বকরইল মাহালীপাড়া গ্রামের লালচন্দের ছেলে।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান,সাপাহার থেকে পত্নীতলাগামী যাত্রীবাহী একটি অটোরিক্সার সাথে মধুইলগামী ইটবাহী ট্রাক্টরের ওই স্থানে মুখোমুথি সংঘর্ষ ঘটলে ২ যানবাহনই খাদের নিচে পড়ে যায়।
এর পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের নিচে চাপা পড়া অটোরিক্সাটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টরের হেলপার এর মরদেহ এবং আহতাবস্থায় একজন নারীসহ ৪ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।