প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১০
নওগাঁর মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের পুকুরের পাশে একটি কলাবাগান থেকে সাইদুর রহমান(৪০) নামে এক পুকুরে মাছচাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে গ্রামবাসি তার মরদেহ কলাবাগানের ভেতরে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে । নিহত সাইদুর রহমান উপজেলার তাতারপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত সাইদুর রহমান বিভিন্ন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। রোববার রাতে তিনি গ্রামের আধারপুকুর দেখাশুনার জন্য বাড়ি থেকে বের হন। সোমবার সকালে ওই পুকুরের কাছে কলাবাগানের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেন। নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে শত্রুতার জেরে শ^াসরোধ করে হত্যা করা পারে বলে প্রাথমিকভাবে ধারনা পুলিশ ও নিহতের স্বজনদের।এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম ।