প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ১৭:১৫
ফরিদপুরে পৌঁছেছে বহুল প্রতীক্ষিত মহামারি করোনাভাইরাস প্রতিরোধক ৬০ হাজার ভ্যাকসিন। শুক্রবার সকাল সাড়ে নয়টায় বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কার্ভাডভ্যানে করে এসব ভ্যাকসিন শহরের জেনারেল হাসপাতালে এসে পৌঁছে।
জেলা সির্ভিল সার্জন সিদ্দীকুর রহমান ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।এদিকে, ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য আগে থেকে জেলা স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।সির্ভিল সার্জন সিদ্দিকুর রহমান বলেন, প্রথম পর্যায়ে এ ভ্যাকসিনগুলো আমরা গ্রহণ করেছি। জেলা-উপজেলায় টিকা দেওয়ার জন্য জেলার স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত করা হয়েছে।’
তিনি জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, সদর হাসপাতালে একটি ও জেলার প্রতি উপজেলায় একটি করে মোট ১৩টি কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে। এ টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
ভ্যাকসিন গ্রহণকালে জেলা প্রশাসেন নির্বাহী হাকিম তানিয়া আক্তার, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, বেক্সিমকো ফার্মার সৈয়দ আহমেদ সিকদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।