প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ২১:২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন(৪৫)সহ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার মর্তুজাবাদ এলাকার মোবারক হোসেন ও সোনাব এলাকার করিম মিয়া(৫০)।
নিহত মোবারক হোসেনের ভাই মকবুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তার বড় ভাই মোবারক হোসেন ও করিম মিয়া একটি মোটরসাইকেলে করে সাওঘাট এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতা এলাকার দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮৪৩৬১) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই দুজন নিহত হন। মোবারক হোসেন ভুলতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার বলেন,
কাভার্ডভ্যানের চাপায় মোবারক হোসেন ও করিম মিয়া নামে দুজন নিহত হন।এ ঘটনায় কাভার্ডভ্যানটিসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ কাচঁপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।