প্রকাশ: ২ জানুয়ারি ২০২১, ১৪:৫৬
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের জাফর পল্লান পাড়া গ্রামে শুক্রবার দুপুরে পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ ঘন্টা পর ফের দুই আসামী কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদের নির্দেশে অতিরিক্ত পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে পলাতক আসামি আলাউদ্দিন ও নুরুল হক কে পুনরায় গ্রেপ্তার করা হয়।অভিযানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী স্থানীয় মেম্বার মীর অাহমদ চৌধুরী সহ স্থানীয় জনতা সহযোগিতা করেন।
জানা যায়, উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাফর পল্লান পাড়া গ্রামের হাকিম মিয়ার ছেলে আলাউদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। বলতে গেলে তার বাড়িটি ইয়াবা আস্তানায় পরিণত হয়।
গ্রাম পুলিশের সদস্য শাহজাহান জানান, শুক্রবার দুপুরে থানার সাব-ইন্সপেক্টর বিকাশ ও রাজিব এর নেতৃত্বে একদল পুলিশ ইয়াবার আস্তানায় অভিযান চালিয়ে আলাউদ্দিন ও মতিউর রহমানের পুত্র নুরুল হক কে আটক করে।উখিয়া থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে সরকারি কাজে বাধাদান ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।