প্রকাশ: ১ জানুয়ারি ২০২১, ১৮:৫১
নেছারাবাদ উপজেলায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। শুক্রবার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বই উৎসব পালিত হয়।
এবছর উপজেলার ২৪ হাজার ৫৪২ জন শিক্ষার্থীদের হাতে ৩লক্ষ ২২ হাজার ৫৮৮ কপি বই তুলে দেয়া হবে। বছরের প্রথম দিনে প্রতীকি ভাবে কয়েকজন শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন,সরকারী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ প্রমুখ।