প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৩৫
সাতক্ষীরা কালিগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিলসহ নাজিমুদ্দিন ওরফে রাসেল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক নাজিমুদ্দিন রাসেল শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। রবিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এসডি সুমন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪০৮) ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় হিজলা মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি ভেড়ার মোড় এলাকার জনৈক হাফিজুর রহমান তার হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে রাস্তা থেকে নামিয়ে নিবে। থানার সহকারী উপ-পরিদর্শক তারেক রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এসডি সুমন পরিবহনে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত পরিবহনটি দাড় করিয়ে গাড়ি তল্লাশি করলে ৪৮ বোতল ফেনসিডিলসহ নাজিম উদ্দিন রাসেল কে আটক করি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন সাতনদী জানান, ৪৮ বোতল ফেনসিডিলসহ নাজিমউদ্দিন রাসেলকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।