প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ভাবে গড়ে উঠা কয়লার ভাটায় বনের শাল গাজরী কাঠ পুড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ফলে উজার হচ্ছে বনাঞ্চল, দুষিত হচ্ছে পরিবেশ। জানা যায়, উপজেলার জাঙ্গালিয়াপাড়া ব্রীজ সংলগ্ন বেলাবহ এলাকায় অবৈধ ভাবে দু‘টি কয়লার কারখানা গড়ে উঠেছে।
স্থানীয় অসাধু ব্যবসায়ীরা চুল্লি বসিয়ে চুরাই পথে সংরক্ষি ত সরকারী বনের গজারীসহ বিভিন্ন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে।ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মিত এসব কয়লার কারখানার বিষাক্ত ধোঁয়ায় একদিকে দুষিত হচ্ছে পরিবেশ। অপরদিকে উজার হচ্ছে বনাঞ্চল।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, অবৈধ কয়লার কারখানা বন্ধে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াকৈর চন্দ্রা সদর বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, বেলাবহ এলাকায় আমাদের কোন বনের জমি নাই