সিরাজগঞ্জে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতে রোপা আমনসহ বিভিন্ন মৌসুমি ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠ এখন পানির নিচে। কৃষকরা বলছেন, এ ক্ষতি কাটিয়ে উঠতে তাদের দীর্ঘ সময় লেগে যাবে।
গত শুক্রবার মধ্যরাতের পর হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বৃষ্টি রূপ নেয় প্রবল বর্ষণে। সাথে যুক্ত হয় প্রচণ্ড ঝড়ো হাওয়া। মুহূর্তেই ক্ষেতের ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ে এবং নিম্নাঞ্চলের জমি পানিতে তলিয়ে যায়। এতে পাকা ও আধা-পাকা রোপা আমনের পাশাপাশি শীতকালীন তরিতরকারি এবং বিভিন্ন পুকুরের মাছ ভেসে যেতে দেখা গেছে।
সদর উপজেলার চরাঞ্চলের কৃষক মাহবুব হোসেন বলেন, “এক মৌসুমের আয় দিয়ে আমরা সংসার চালাই, ঋণ পরিশোধ করি। এখন যা হলো, মনে হচ্ছে সব শেষ।” তিনি জানান, ধান কাটার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ ঝড়ে ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। শুকাতে না পারলে ধান বিক্রি করা যাবে না।
অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে সেচ ও পুকুরের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের অপেক্ষায়।
জেলা কৃষি অফিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ চলছে। কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।