নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে ৫ হাজার কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে একজন কৃষক ১ বিঘা জমির উপর সহায়ক উপকরণ হিসাবে গম বীজ ২০ কেজি, সরিষা বীজ ০১ কেজি, সূর্যমুখী বীজ ০১ কেজি, চিনাবাদাম বীজ ১০ কেজি, শীতকালীন পেঁয়াজ বীজ ০১ কেজি, মুগ ডাল বীজ ০৫ কেজি, মসুর ডাল বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ ও ০৫ কেজি করে পাবেন।