প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৯
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মাঠজুড়ে এখন আগাম জাতের শিম ‘রূপবান’ ও ‘হাবিল’-এর চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ভায়না, বাকচুয়া, তৈলটুপি, লক্ষ্মীপুর, তাহেরহুদা, দৌলতপুর ও গোপালনগরসহ বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে সবুজ লতায় ভরা শিমের ক্ষেত। বেগুনি ফুল আর উঁকি দেওয়া বেগুনি শিম যেন জানান দিচ্ছে কৃষকদের নতুন আশার গল্প।