বর্ণাঢ্য আনন্দ মিছিল আর পথসভার মধ্য দিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বাদামতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে খুন্না বাজার প্রদক্ষিণ করে খুন্না বাজারে মন্টু স্মৃতি কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আঃ গাফফার তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, ছাত্রদলের হাসান, তালুকদার আরিফ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহির রায়হান। এর আগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল গাজীর নেতৃত্বে হিজলা হাসপাতাল গেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার এবং সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটের নেতৃত্বে উপজেলা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন প্রমুখ।
আলোচনা সভার পরে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পাশাপাশি অনুষ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।