রাজবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৬:২৬ অপরাহ্ন
রাজবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


দিনটি শুরু হয় আজাদী ময়দান থেকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, পান্না চত্ত্বর, রেলগেট এবং বাজার ঘুরে প্রেসক্লাব সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলার ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।  


শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিকুল শিকদার আতিক, সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সজিব শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল সহ অন্যান্য উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।  


শোভাযাত্রার পর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সার্বিক সহযোগিতা করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মো. আসলাম মিয়া। তাঁর সাথে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  


আলোচনা সভায় বক্তারা ছাত্রদলের ইতিহাস, সংগ্রাম এবং গণতন্ত্রের পক্ষে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সফলভাবে পালিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।