মেহেরপুরে বাংলাদেশ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকালে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে প্রথমে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা উত্তোলন করা হয়। এরপর মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, সহ সভাপতি জুয়েল রানা, যুগ্ম সম্পাদক আমির হাসান হিমেল, সহ সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজির আহমেদ, গাংনী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির আহমেদ সাকিল, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ছাত্রদলের গৌরবময় ইতিহাস এবং বর্তমান সমাজে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একত্রিত হয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।