কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ি-ঘরে ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাতে কৃষকদল নেতার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৭৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ডিসেম্বর রাতে থানা চত্বরে নারী ঘটিত বিষয় নিয়ে সালিশ বৈঠক চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। এই সময় প্রতিপক্ষের আঘাতে পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম (৩৮) নিহত হন। আশরাফুলের মৃত্যুতে তার সমর্থকরা উত্তেজিত হয়ে উলিপুরে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে, নিহত আশরাফুলের পিতা আয়নাল হক বাদী হয়ে ২৮ ডিসেম্বর হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল ও আবু জাফর সোহেল রানা সহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এরপর আবু জাফর সোহেল রানার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম আরও একটি মামলা দায়ের করেন, যাতে উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদকসহ ৭৮ জনের নাম উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া দাবি করেন, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই উলিপুর হাসপাতালে নিহত আশরাফুলের মরদেহ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি আরও বলেন, এই ঘটনা রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে সুনাম নষ্ট করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, মামলার বিষয়ে তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।