সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ, ছাত্রদল কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন
সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ, ছাত্রদল কর্মী গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় সাড়ে সাত লাখ টাকার খাদ্য সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় চোরাচালানে জড়িত দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।  


গ্রেফতারকৃতরা হলেন কাওছার আহমদ সেবুল ও সাইদুল আহমদ রাহেল। তারা দুজনই ছাতক পৌর এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।  


মঙ্গলবার রাতে সেনাবাহিনীর ১১ পদাতিক বিগ্রেডের ৪২ বীর ইউনিটের সদস্যরা ক্যাপ্টেন শোয়েব বিন আহমদের নেতৃত্বে ছাতক পৌর শহরের পশ্চিম বাগবাড়ি এলাকার ফরহাদ এন্ড ব্রাদার্স গুদামে অভিযান চালান। এ সময় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ফুসকা, পাস্তাসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি চালান জব্দ করা হয়।  


অভিযানের সময় গুদাম থেকে কাওছার আহমদ সেবুল এবং সাইদুল আহমদ রাহেলকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।  


ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ জানান, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।  


পরে আলামতসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। পরদিন বুধবার ছাতক থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের জামিনের আবেদন করা হবে বলে জানা গেছে।  


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এ গুদামটিতে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন সামগ্রী মজুত করা হতো। তবে সাম্প্রতিক অভিযানের পর বিষয়টি প্রকাশ্যে আসে।  


চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তবে এর পেছনে আরও বড় একটি চক্র সক্রিয় থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তারা চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।