"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ৫৩তম জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ, গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ আশরাফ উদ্দিন, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, এবং ছাত্রদল সভাপতি রোমান আহমেদ।
বক্তারা যুব ও যুব মহিলাদের উদ্দেশ্যে বলেন, "আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজেদের সক্ষমতা বাড়ান, দেশকে শক্তিশালী করুন।" সভার শেষে বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট ও ঋণের অর্থের চেক বিতরণ করা হয়, পাশাপাশি বিভিন্ন সংগঠনকে পুরস্কৃত করা হয়।
এ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার যুব সমাজ ও যুব মহিলারা উপস্থিত ছিলেন। বক্তাদের মতে, যুবদের উন্নয়নে সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে দেশের উন্নয়ন তরান্বিত হয়।
এভাবে গোপালপুরে জাতীয় যুব দিবসের আয়োজন যুব সমাজকে একত্রিত করে তাদের উন্নয়ন ও স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নতুন উৎসাহ প্রদান করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।